সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় আমিরুল পল্লী নামে এক কলোনীতে মদের কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সেখান থেকে দুই কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদ উৎপাদনের কারখানার সন্ধান পেয়ে বৃহস্পতিবার সন্ধায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের নেতৃত্বে একটি টিম দক্ষিন কাশিমপুর এলাকার আমিরুল পল্লীতে অভিযান চালানো হয়।
এসময় খাগড়াছড়ি জেলার হরিনাথ পাড়ার চিনিঅং মার্মার ছেলে তনু মার্মা (২৫) ও রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বংগলতলী গ্রামের জামাল চাকমার ছেলে প্রীতিময় চাকমা( ৩৮) এর ভাড়া বাসা থেকে মদ উৎপাদনের জন্য ৭ কেজি মুলি, ২০ লিটার উৎপাদিত মদ, ৯শ ৭০ কেজি মদ তৈরির কাঁচামাল জাওয়া ওয়াশ সহ মদ তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।
উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোজাম্মেল হক বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়।