সদর প্রতিনিধি :
আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে ভোট দিতে না গেলে ‘বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতা’ কার্ড না দিতে সতর্ক করে দিয়েছেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম।
সোমবার বিকালে কাজিরবাগ ইউনিয়ন পরিষদ সম্মুখস্ত স্থানে মহিলা সমাবেশে করিম উল্যাহ বলেন, “যারা ভোট দিবেন কেন্দ্রে ভোটার লিস্টে টিক চিহ্ন দেয়া তাদের তালিকা থাকবে। মাতৃতকালীন ভাতা যাদের আছে সব ভাতা ভোটার লিস্ট তালিকা দেখে যারা ভোট দিয়েছে তাদের দেয়ার অনুরোধ করছি। যারা কেন্দ্রে যাবেন না তাদের দেয়া দরকারও মনে করিনা, তারা সচেতন না। ভোট দেয়া সবার অধিকার। সুতরাং সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।”
কাজিরবাগ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগের সভাপতিত্বে সভায় জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি জাহানআরা বেগম সুরমা ও সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, যুব মহিলা লীগ সভাপতি দেলআফরোজ সহ উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।