সদর প্রতিনিধি :
চিরনিদ্রায় শায়িত হয়েছেন ফেনীর সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মীর হোসেন ভূঞা। শনিবার সকাল ১১টায় ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এসময় জানাজাপূর্ব বক্তব্য রাখেন মরহুমের জামাতা অবসরপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা, একমাত্র ছেলে অ্যাডভোকেট রাজিব হাসান, ছোট ভাই আবু মনসুর বেতু, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সোলায়মান টিপু, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম ভূঞা সেলিম, জেলা শিক্ষক সমিতির প্রাক্তণ সাধারণ সম্পাদক আবদুল গফুর, কাজীরবাগ ইউনিয়ন জামায়াতের আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারী মাষ্টার রেজাউল হক। শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ভূঞা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শুক্রবার বিকালে শহরের শান্তিছায়া আবাসিক এলাকার বাসায় ৮৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি সোনাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছাড়াও জেলা শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক, ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।