fenirshomoy logo black

নিজস্ব প্রতিনিধি :

ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর সিংহনগর গ্রামের চৌধুরী বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় সোয়া তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৮টি বসতঘরসহ ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ওই বাড়ির বাসিন্দা মাস্টার শহীদুল ইসলাম। শনিবার রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগে রাত পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ছাগলনাইয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ পুলক বডূয়া জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ছাগলনাইয়া ফায়ার সার্ভিস এবং পরে ফুলগাজী ফায়ার সার্ভিসসহ মোট ২টি ইউনিট কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

তিনি জানান, আগুনের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি। নির্দিষ্ট করে সংখ্যাটি না বলা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

এদিকে চৌধুরী বাড়িটি ঘন বসতিপূর্ণ এলাকায় হওয়ায় রাতে আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন আগুন নিয়ন্ত্রণে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের সামনে ৮টি বসতঘরসহ সকল মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন পথে বসার অবস্থা। কেউ কিছুই বের করতে পারেননি। ক্ষতিগ্রস্তরা হলেন বেলাল আহমেদ, আতিক, সিরাজুল ইসলাম, সেতারা বেগম, রফিক, নাসির উদ্দিন, জিয়া উদ্দিন ও আবু তাহের সোহাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!