নিজস্ব প্রতিনিধি :
ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা ব্রীজ হয়েছে, মেট্রোরেল ও কর্ণফুলী ট্যানেল হচ্ছে। বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আপনারা পুনরায় ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় রাখবেন। মুক্তিযুদ্ধের সরকার, শেখ হাসিনার সরকার, ১৪দলের সরকার বারবার দরকার। যারা বাংলাদেশ চায় না, উন্নয়ন চায় না, বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধুকে মনে রাখতে চায় না তারা ষড়যন্ত্রের মধ্যদিয়ে সকল উন্নয়নকে ধ্বংস করে দিতে চায়।
মঙ্গলবার সকালে পশ্চিম দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দুপুরে উত্তর সতর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওবায়দুল হক মেম্বারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদ সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনু, উপজেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহ আলম।
মাস্টার শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী, প্রধান শিক্ষক আবদুর রহিম ভূঁঞা, প্রধান শিক্ষক জুলফিকার আলী, মহামায়া ইউনিয়ন জাসদ সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, ইউপি সদস্য জাকির হোসেন ও শাহাদাত হোসেন প্রমূখ। এসময় ১৪দলের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।