দাগনভূঞা প্রতিনিধিঃ
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে দাগনভূঞার সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ এপ্রিল) বসুরহাট রোড় থেকে শুরু হয়ে বাজারে বিভিন্ন রোড় প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ এর মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহবায়ক আমজাদ হোসেন পারজেল,সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রামেদ,যুগ্ম আহবায়ক ইমাম হোসেন রায়হান,সদস্য রাফিকুল ইসলাম,তানভীরুল ইসলাম,আব্দুল্লাহ্ আল নোমান, নুর নবী পমেল প্রমুখ।
এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম রানা, রুহুল আলীম গাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুরুল করিম রুবেল, মামুন,সদস্য মোহাম্মদ আব্দুল হক মিন্টু প্রমুখ। এসময় বক্তারা সরকারের কাছে পারভেজ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।