দৈনিক ফেনীর সময়

ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাদের উদ্যোগে জুয়েলের জন্য দোয়া

ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাদের উদ্যোগে জুয়েলের জন্য দোয়া

নিজস্ব প্রতিনিধি :

ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জুয়েলের প্রথম মৃত্যুবার্ষিকীতে সাবেক ও বর্তমান নেতাদের পৃথক উদ্যোগে দোয়া-মুনাজাত ও কবর জিয়ারত করা হয়েছে। বুধবার বিকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে পৌরসভার লিবার্টি সুপার মার্কেটের দলীয় অস্থায়ী কার্যালয়ে দোয়া পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম।

জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ ছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিদারুল কবির রতন, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক দিদারুল ইসলাম, যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী ও ইকবাল বাহার ফয়সাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু, সাবেক সভাপতি সালাহউদ্দিন ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হায়দার, ফেনী সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক রবিন, বর্তমান সভাপতি নোমান হাবিব, সদর উপজেলা সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ, সাধারণ সম্পাদক আবুল হাছনাত তুষার প্রমুখ অংশ নেন।

অপরদিকে একইদিন বিকালে শহরের ৯নং ওয়ার্ডে জুয়েলের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন তার নেতৃত্বাধীন সময়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ। এদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু, সাবেক সহ-সভাপতি মো: মহিউদ্দিন, রফিকুল ইসলাম ভূঁইয়া, গোলাম মাওলা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ, কামরুল হোসেন, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রিয়াদ আহসান সুমন, সাবেক দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল হায়দার মিল্কি, সাবেক সভাপতি এম. সালাউদ্দিন ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হায়দার, বর্তমান সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, পৌরসভার সাবেক সভাপতি গাজী খালেদ ইমাম জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রাজু, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ফখরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবদুর শুক্কুর মানিক, ফেনী সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক ভূঞা রবিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তারা তৎসংলগ্ন মসজিদে দোয়া ও মুনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!