fenirshomoy logo black

নিজস্ব প্রতিনিধি :

সোনাগাজীতে ছোট ফেনী নদীর তীব্র ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থার দাবীতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের নদীতীরবর্তী এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৮নং ওয়ার্ড মোল্লাপাড়া এলাকার নবী উল্লাহর দোকান সংলগ্ন নদীতীরবর্তী এলাকায় মানববন্ধনে আড়াই শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করে। স্থানীয় সমাজসেবক জামাল উদ্দিন খোকনের তত্বাবধানে মানববন্ধনে বক্তব্য রাখেন চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের সভাপতি শামছুদ্দিন খোকন, চরদরবেশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ও বিএনপি নেতা সেলিম রেজা।

সামছুদ্দিন খোকন এ সময় বলেন, ‘পূর্বে বরাদ্দ হয়েছিল। এ বরাদ্দের টাকা ফ্যাসিস্ট ওবায়দুল কাদেরদের পার্সেন্টিজ নেওয়ার পর তখন সরকার সহ নিম্নমানের কাহ হয়েছে। ফলে বন্যার ফলে পানির স্রোতে এটি ভেসে গিয়েছে। ফলে আজ ৬-৭ মাস আমাদের বাড়ীঘর প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছে। আমাদের কৃষিজমি প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছে। ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। মানুষ সব হারিয়ে এদিক-সেদিক ছোটাছুটি করছে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই যেন আর একটি বাড়ীও বিলীন না হয়। অনতিবিলম্বে এ সোনাগাজী এরিয়ায় আপনারা জিওভেগের মাধ্যমে এর সমাধান করুন। রেগুলেটর হওয়ার আগে জিওভেগের মধ্যে বরাট করে ভাঙন রোধ করার জোর দাবি জানাচ্ছি।’

আবুল কালাম বলেন, ‘রেগুলেটর তো দিতে হবেই। তাৎক্ষণিক যে জিনিসটা করতে হবে তা হলো এ যে ব্রীজটা দেখা যাচ্ছে এ ব্রীজ থেকে পানি এখানে বাড়ী খাচ্ছে। ফলে সব ভেঙে যাচ্ছে। এটাকে যদি সোজা করে ড্রেজিং করে দেওয়া হয় তাহলে সাময়িক বাঁচা যাবে এর থেকে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!