আলী হায়দার মানিক :
ফেনীতে নার্সিং মিডওয়াইফারি কলেজ ইন্সট্রাক্টর ও কর্মচারী উভয় জনবল সংকটের মুখে পড়েছে। চিকিৎসা সেবায় নার্সদের ভ‚মিকা গুরুত্বপূর্ণ। সেই নার্স তৈরিতে এ কলেজ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী নার্সিং ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠানটি ১৯৮১ সালে যাত্র শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে দেশের নার্সিং সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নার্সিং সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২১ সালে নার্সিং ও মিডওয়াইফারি কলেজ হিসেবে রূপান্তর করা হয়। কিš‘ কলেজ হিসেবে ঘোষণা দিলেও ইন্সট্রাক্টর ও কর্মচারী সংকট লাঘব হয়নি। কলেজে নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ ১জন, নার্সিং ইনস্ট্রাক্টর ২জন, হাউজ কিপার ১জন, অফিস সার্পোটিং স্টাফ ৩জন, সিকিউরিটি গার্ড ৩জন, হোস্টেলের জন্য টেবিল ভয় ২জন, কুক ৩জন, সহকারী কুক ১জন, মালি ১জন ও ক্লিনার ২জনের পদ রয়েছে। সকল পদে কর্মচারী সংকট রয়েছে। এছাড়াও পদ সৃজন করে ইন্সট্রাক্টর বাড়ানোর দাবী জানান শিক্ষার্থীরা। এখানে ২২৫জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের থাকার জায়গা অপ্রতুল। এখানে শিক্ষার্থীর সংখ্যা যখন ৪০জন ছিল তখনও এ জায়গা ছিল। এখনো সেই একই জায়গায় শিক্ষার্থীরা থাকতে হচ্ছে। ৩ বছরের এ কোর্সটি এইচএসসি পরীক্ষায় পাশ করে ভর্তি হতে হয়।
নাম প্রকাশে অনিশ্চুক একাধিক শিক্ষার্থী জানান, চিকিৎসা সেবা জগতে নার্সিং সেবাটি দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নার্সরা একসময় অবহেলিত ছিল। এখনো পুরোপুরি মর্যাদার আসনে আসতে পারেনি। তবে নার্সিং সেবায় আগের তুলনায় অনেকাংশে উন্নতি হয়েছে। আমরা চাই এ সেবাখাতটি সরকার যেন গুরুত্বসহকারে দেখেন। কারন একজন রোগী যখন মৃত্যু পথের যাত্রী হয়ে হাসপাতালে ভর্তি হলে তখন তার আত্মীয়স্বজনরা তার পাশে থাকার সুযোগ হয় না। তখন নার্সরা নিবিড় তত্ত¡াবধানের মাধ্যমে তাকে শারিরীক ও মানসিক সার্পোট দিয়ে অনেকটা সুস্থ করে তোলেন। সেই নার্সদেরকে অবহেলার দৃষ্টিতে দেখার কোন সুযোগ নেই। নার্স দেশের গুরুত্বপূর্ণ একটি অংশের নাম।
শিক্ষার্থীরা আরো জানান, আমাদের বিশ্বাস এ সরকার চিকিৎসা সেবায় অবদান রাখছেন। ফেনী নার্সিং ও মিডওয়াইফারি কলেজ নার্স তৈরিতে সচেষ্ট রয়েছেন। আমরা চাই এ কলেজে ইন্সট্রাক্টর ও কর্মচারী বৃদ্ধি করে কলেজের সার্বিক উন্নয়নে সরকার সহযোগী করবেন। সরকার সুনজর দিলে এ গুরুত্বপূর্ণ সেবা খাতটি আরো এগিয়ে যাবে।
ফেনী নার্সিং ও মিডওয়াইফারি কলেজ নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ অধ্যক্ষ বিউটি মজুমদার ফেনীর সময় কে জানান, ফেনী জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় ১ একর জায়গার উপর মিডওয়াইফারি কলেজ মনোরম পরিবেশে অবস্থিত। এখানে ইন্সট্রাক্টরদের সার্বিক তত্ত¡াবধানে ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনিবিড় পরিযর্চায় দক্ষ নার্স তৈরিতে কাজ করে যাচ্ছি। তবে আমাদের ইন্সট্রাক্টর পদ সৃজন করে আরো ইন্সট্রাক্টর দেয়া হলে এ কলেজ সমৃদ্ধি হবে। একইভাবে কলেজে ব্যাপকহারে জনবল সংকট রয়েছে। আশা করছি উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নজরে এনে যথাযথ কার্যকর পদক্ষেপ নিবেন।