দৈনিক ফেনীর সময়

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফেনীতে বিএমএসএফ’র আলোচনা

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফেনীতে বিএমএসএফ’র আলোচনা

সময় ডেস্ক :

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা মনে করেছে বাংলাদেশ নিশ্চিহ্ন হয়ে যাবে। কিš‘ু জাতির জনকের এ হত্যার শোক বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত বয়ে চলেছে। এ শোক যতদিন বাঙ্গালীর হৃদয়ে থাকবে; ততদিন আমরা পথ হারা হবোনা। এ শোক আমাদের হৃদয়কে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ শোক শক্তিতে রূপান্তরিত হয়ে আজ বাংলাদেশ উন্নয়ন আর অগ্রগতিতে বিশে^র রোল মডেল হয়েছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের কয়েকজনের ফাঁসির রায় কার্যকর হয়েছে। বাকী খুনিদেরকেও অবিলম্বে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানাচ্ছি।

সোমবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র ফেনী জেলা কমিটির আয়োজিত ‘১৫ আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএমএসএফ’র সহ-সভাপতি ও সাপ্তাহিক নীহারিকা পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক স্টারলাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ। জেলা বিএমএসএফ’র সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা ও চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, ডিবিসি নিউজ প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, আইন উপদেষ্টা এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, এডভোকেট সাইফ উদ্দিন শাহীন, দৈনিক স্টারলাইন পত্রিকার উপদেষ্টা সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাফা হোসেন, সাপ্তাহিক শমসেরনগর পত্রিকার প্রকাশক এন.এন জীবন, জেলা কমিটির কার্য্যকরি সদস্য তোফায়েল আহমেদ মিলন (গণকন্ঠ) জহিরুল ইসলাম জাহাঙ্গীর (সমকাল), এম.এ তাহেন পন্ডিত (অধিকার) এমদাদুল হক (ডেইলি ইনফো), আফতাব উদ্দিন (নয়া পয়গাম), জন্টু মজুমদার (সমসাময়িক প্রতিদিন)।

সভায় অন্যান্যদের মধ্যে জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম হাসান মাহমুদ (যায়যায়দিন), শহিদুল ইসলাম (জনবানী), সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব মিয়াজী (ভোরের দর্পন), কোষাধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান (আমার সংবাদ), দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম (গ্লোবাল টিভি), প্রচার সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজী (ডেসটিনি), সহ-প্রচার সম্পাদক নুরুল হুদা রাসেল মিয়াজী (আজকের প্রতিক্রিয়া), ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ (চ্যানেল এস), সাহিত্য সম্পাদক মুহাম্মদ ইকবাল চৌধুরী (মাসিক শব্দ), মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা সাম্যলিনা (ফেনীর আঁচল), তথ্য ও প্রচার সম্পাদক কাওসার হামিদ শিকদার পিনু (বাংলাদেশ সমাচার), এস.এন আবছার (দৈনিক মানবকন্ঠ), গাজী মো: হানিফ (অগ্রসর), ইকবাল হোসেন (ভোরের পাতা), আবদুল্লাহ রিয়েল (শমশের নগর) প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ও ৩২ ধারা সহ সকল কালো আইন বাতিল করে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানান। ফেনীতে কর্মরত সাংবাদিক গাজী হানিফ ও সাহিদা সাম্য লিনা’কে মিথ্যা মামলা দিয়ে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মকান্ডের উপর আলোচনা শেষে ১৫ই আগস্ট ও ২১শে আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আহছান উল্যাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!