অনলাইন ডেস্ক
দৈনিক ফেনীর সময় এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত ছাত্রদল নেতা জিল্লুর রহমান। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে দাবী করেন।
সোমবার বিকালে ফেনী কলেজে সংবাদ সম্মেলন ডেকে জিল্লুর চাঁদাবাজীর অভিযোগ অস্বীকার করেন। জিল্লুর দাবী, তার নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজী করলে তাদের পুলিশে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে চাঁদাবাজীর তথ্য অস্বীকার করে জিল্লুর পক্ষে সাফাই গাইতে কলেজের ফটকের হকাররা বসেন জিল্লুর পাশেই। অথচ সাংবাদিকদের কাছেই চাঁদাবাজীর তথ্য দিলেন সেই হকাররা।
শরবত বিক্রেতা হাকিম জানান, ‘জিল্লুকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তবে তার নাম জানি না। তার নামে অনেকে চাঁদাবাজী করেছে। অনেককে চাঁদা দিয়েছি।’ ফুচকা বিক্রেতা তোফাজ্জল জানান, ‘কয়েকদিন আগেও জিল্লু মিয়ার নাম বলে একজন এসে চাঁদা নিয়ে যায়।’