দৈনিক ফেনীর সময়

ডিসি শাহীনার অপসারণ ও বিচার দাবীতে বিক্ষোভ

ডিসি শাহীনার অপসারণ ও বিচার দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি :

ফেনীর বিতর্কিত জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা।এসময় নাঈম ফরায়েজির পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের শিক্ষাার্থী আনু জাফর, সৌরভ হোসেন শাকিল, নাইমুল ইসলাম, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের রফিকুল ইসলাম রাতুল, আইসিএসটির সালে উদ্দিন শাওন, ফেরকান উদ্দিন সিয়াম প্রমুখ বক্তব্য রাখেন।

তারা ডিসি শাহীনা আক্তারকে মহিপালে গনহত্যার প্রধান সহযোগি, ২৪ এর বন্যার নিরব দর্শক, দূর্নীতিগ্রস্ত উল্লেখ করে অপসারণ ও বিচার দাবী জানান।

শিক্ষাার্থীরা তাদের বক্তব্যে বলেন, গত ৪ আগস্ট দুইজন ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ফেনী শহরের মহিপালে শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণে ১৩ জন শহীদ হয়েছেন। ডিসি শাহীনার নির্দেশনা না পাওয়ায় ম্যাজিষ্ট্রেট ও পুলিশ বাহিনী কোন ধরনের সহায়তা করেনি। এখন পর্যন্ত কোন খুনীদের বিচারের আওতায় আনা হয়নি। জেলা প্রশাসন থেকে হতাহতদের পরিবারকেও সহায়তা করা হচ্ছেনা।”

তারা আরো বলেন, “ছাত্রসমাজ দাবী পূরণে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। আমরা সহিংসতায় বিশ্বাসী নয়। ১৬ জুলাই ফেনীতে যৌক্তিক দাবীতে মিছিল করতে চেয়েছিল, সেদিন পুলিশ হামলা চালিয়েছে। ১৭ জুলাই শহীদ মিনারে ৫৪ জনকে আটকে রেখে নির্যাতন করেছে ছাত্রলীগ। পিটিআই মাঠে সকাল থেকে বিকাল পর্যন্ত বন্দি করেছিল। ১৮ তারিখেও পুলিশ হামলা চালিয়েছে। তিনমাস পার হলেও এতদিন পর্যন্ত এসব ঘটনার বিচার হয়নি। যে অন্যায় করে যে অন্যায়কে প্রশ্রয় দেয় তারা সমান অপরাধী।” অবিলম্বে ডিসি শাহীনা আক্তারকে অপসারণ করে বিচারের আওতায় আনার দাবী জানান শিক্ষার্থীরা।

শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!