![](https://fenirshomoy.com/wp-content/uploads/2024/12/Messenger_creation_512534EA-6FFE-4603-8A9E-9EFE4260F4E7-1024x576.jpeg)
ফেনী অফিস:
ফেনীর দাগনভূঞায় টানা চল্লিশ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করায় ৫৬ শিশুকে বাই সাইকেল উপহার দিয়েছে জামায়াত ইসলামী রামনগর ইউনিয়ন শাখা।
এসময় ১৪টি সুরা অর্থসহ মুখস্থ করাসহ প্রতিযোগীতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগীতায় মোট ২০২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পরীক্ষার মাধ্যমে ৫৬ জন পরীক্ষায় পাশ সন্মানিত করে । বাকি ১৪৭ জনকে স্কুল ব্যাগ, খাতা, কলম, ক্যালেন্ডার পুরষ্কার দেয়া হয়েছে।
রামনগর ইউনিয়ন জামায়াতের আমির আহসান উল্যাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ফয়জুল হক।
বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদ এর চেয়ারম্যান,ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: মো: ফখরুদ্দিন মানিক,দাগনভূঞা উন্নয়ন পরিষদ এর সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ.এস.এম. নুর নবী দুলাল, দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালেহ উদ্দিন,ফেনী জেলা ছাত্রশিবির এর সভাপতি ইমাম হোসেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী,বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ আনোয়ার উল্ল্যাহ,সাবেক পৌর প্যানেল মেয়র নজির আহম্মদ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইসমাইল হোসেন প্রমুখ।