fenirshomoy logo black

নিজস্ব প্রতিনিধি :

দাগনভূঞা উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বিষ্ফোরণের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিন ধর্মপুর এলাকার আবদুর রহমান বাদি হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিষ্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।


মামলায় তিনি উল্লেখ করেন, গত ১৫ এপ্রিল সকালে এসএসসি পরীক্ষা চলাকালে ফেনী, সোনাগাজী, কোম্পানীগঞ্জ, সেবারহাট, সেনবাগ থেকে বহিরাগত এনে, দাগনভূঁইয়ায় পদবঞ্চিত নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্রসস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়। আকবর দাগনভূঞা বাজারের টেন্ডার ও চাদাঁবাজি, অবৈধ ফসলি জমির মাটিকাটা, কালোবাজারি ও অবৈধ বাজার দখল বাণিজ্যে সকল অবৈধ নিত্যনৈমিত্তিক কাজ করছেন। তার অর্থায়নে, প্ররোচনায়, ইন্ধনে ও উসকানিতে দাগনভূঞা বাজার অবৈধভাবে নিয়ন্ত্রন নেওয়া ও রাজনৈতিক কমিটি সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে দিনদিন অপরাধের মাত্রা বেড়েই চলছে। আকবর ও তার সহযোগিরা আগ্নেয়াস্ত্র তাক করিয়া গুলি করিলে লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। এতে করে কয়েকজন গুরুতর আহত করে। এতে আকবর ছাড়াও জসিম উদ্দিন, আলাউদ্দিন, আমির হোসেন শাহীন, ইসমাইল হোসেন চুটু, নিজাম উদ্দিন হুদন, সাইমুন হক রাজীব সহ ২১ জনের নাম উল্লেখ করে ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!