নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে দিনভর নানা আয়োজনে বর্ষিয়ান রাজনীতিবিদ, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান বি.কম এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের উকিলপাড়ার ভূঞা বাড়ির কবরস্থানে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধামন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। এসময় জেলা ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ, পৌর সাধারণ সম্পাদক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন প্রমুখ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে পৌরসভার লিবার্টি সুপার মার্কেটের দলীয় অস্থায়ী কার্যালয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে দোয়া পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ। এরপর জেলা ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল করিম, পৌর সভাপতি আয়নুল কবির শামীম, সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বি.কম, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু। সভায় অন্যদের মধ্যে আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম, কোষাধ্যক্ষ কেবিএম জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক বাহার উদ্দিন বাহার, মুক্তিযোদ্ধা সম্পাদক মোস্তফা হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোশাররফ হোসেন ভূঞা সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে সকালে উপজেলা পরিষদের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হুসেইন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোস্না আরা জুসি, সমবায় কর্মকর্তা হারুনুর রশিদ, ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম, ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক রিপন, লেমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাসিম। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ সাইফুল্লাহ। শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
দুপুরে ভূঞা বাড়ি সম্মুখস্ত কমিউনিটি সেন্টারে জিয়াফতের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, আত্মীয়-স্বজন, বিভিন্ন মাদরাসার এতিম শিক্ষার্থীগণ অংশ নেন।