সময় ডেক্স :
মোহাম্মদ সাবিদ মজুমদার আমেরিকার নিউইয়র্কসহ হোফস্ট্রা ইউনিভার্সিটি (HOFSTRA UNIVERSITY) থেকে মাস্টার্স অব বিজনেস্ এ্যাডমিনেসট্রেশন (MBA) ডিগ্রী লাভ করেছেন। সাবিদ সর্বোচ্চ ৪.০০এর মধ্যে ৪.০০ জিপিএ পেয়ে এ ডিগ্রী লাভ করেন। এ উপলক্ষে শনিবার ইউনিভার্সিটি অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্টানে সাবিদ মজুমদার সার্টিফিকেট গ্রহন করেন। সাবিদ ২০১৭ সালে লন্ডনের কার্ডিফ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স ডিগ্রী লাভ করেন।
পরবর্তীতে সাবিদ আমেরিকার নিউইয়র্কসহ চেনজোসেফস্ (St.josepÕs) ইউনিভার্সিটি থেকে ২০২১ সালে মাস্টার্স ইন ম্যানেজম্যান্ট ডিগ্রী লাভ করেন।
সাবিদ মজুমদার ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুস্করনী গ্রামের কৃতি সন্তান, ফ্রন্টলাইন কমিনিউকেশন এর স্বত্বাধিকারী, মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক ফেরদৌস মজুমদারের পুত্র ও গণপূর্ত বিভাগের প্রকৌশলী সাবেক প্রকৌশলী মরহুম আলহাজ্ব সামছুল হক মজুমদারের নাতি। সাবিদ এর পরবর্তী কর্মজীবনে সার্বিক সাফল্য কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন তার পিতা ফেরদৌস মজুমদার।