পরশুরাম প্রতিনিধি :
পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বরে বাড়ির সামনে কলাগাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশি দুইপক্ষের সংঘর্ষে পিটুনীতে মোহাম্মদ উল্যাহ (৫০) নামের একজন গুরুতর আহত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোহাম্মদ উল্লাহ এলাকার মফিজুর রহমানের বড় ছেলে।
মামলার বাদি ও এজাহার সূত্রে জানা গেছে, ৫ মে সকালে মোহাম্মদ উল্যাহ বাড়ির সামনে ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষের বিরোধে সমঝোতার চেষ্টা করেন। একপর্যায়ে হাতে থাকা লাঠি সোঠা, দেশী অস্ত্রশস্ত্র, লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এতে তার মাথার মধ্যেভাগের হাড় ভেঙ্গে যায়। ঘটনার পর আহত মোহাম্মদ উল্লাহকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করাহলে লাইফসাপোর্টে রাখা হয়। এ ঘটনায় হোসনেয়ারা বেগম বাদি হয়ে দক্ষিন টেটেশ্বর গ্রামের বারেক মিয়ার ছেলে আলী হোসেন (২৭), আরব আলীর ছেলে শুকুর আলী (২২), মো: বাদশা (২৫), সুলতানের ছেলে আনোয়ার হোসেন (২৪) ও উত্তর টেটেশ্বর গ্রামের দেলোয়ার হোসেন (৪৫) সহ অজ্ঞাত ব্যক্তিদের ৭-৮ জনকে আসামি করে পরশুরাম মডেল থানায় মামলা দায়ের করেন।
মোহাম্মদ উল্লাহর পরিবার ও তার ভাই আবদুর রহিম জানান, জায়গা আমাদের। সে জায়গা থেকে কলাগাছ কেটেছি। সামান্য একটি বিষয় নিয়ে আমার ভাই ও পরিবারের সদস্যদের ওপর হামলা করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের।
পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, মামলার তদন্ত কার্যক্রম চলছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের পুলিশ চেষ্টা করছে।