পরশুরাম প্রতিনিধি :
পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজষপুর আলী আজম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বুধবার অপহরণ চেষ্টার ঘটনায় কামাল উদ্দিন নামে এক অটোরিক্সা চালককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে বিরতীর সময় অষ্টম শ্রেণির এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তার পথ গতিরোধ করে নানাভাবে কটুক্তি ও উত্ত্যক্ত করে কামাল। এবপর্যায়ে ওই ছাত্রীকে জোরপূর্বক অটোরিক্সায় তুলে নেয়ার চেষ্টা করে। তার চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে কামালকে আটক করে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জাকে জানানো হলে তিনি গ্রাম পুলিশের মাধ্যমে পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়। পরে কামাল উদ্দিনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শামসাদ বেগমের কাছে হাজির করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শামসাদ বেগম জানান, ভ্রাম্যমান আদালত বসানোর পর অভিযুক্ত কামাল তার অপরাধ স্বীকার করায় দুই মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
পরশুরাম মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, দন্ডপ্রাপ্ত কামাল উদ্দিনকে জেল-হাজতে প্রেরণ করা হয়। সে মধ্যম চন্দনা এলাকার আবুল কালামের ছেলে।