আরিফ আজম, পরশুরাম থেকে ফিরে :
পরশুরাম পৌর শহরের বাউরখুমা এলাকা। এখানে বাউরখুমা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে রয়েছে বালুমহাল। উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও পরশুরাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মীর হোসেন চৌধুরী ইজারা নিলেও জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির দেয়া কোন শর্ত মানা হচ্ছেনা।
জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছরে পরশুরাম উপজেলার একমাত্র বালুমহাল বাউরখুমায় ২০ লাখ ৮২ হাজার টাকায় ইজারা নেন মেসার্স শাপলা ট্রেডার্স।
সরেজমিনে দেখা গেছে, ইজারা নেয়া বালুমহাল থেকে নদীর বাইরে দূলবর্তী স্থানে বসানো হয়েছে তিনটি ড্রেজার। সড়কের পাশে রয়েছে বালুর স্তুপ। এখানে টিলার উপর একটি টিনের ঘরে দেখা মিললো স্থানীয় এক ব্যক্তির।
তিনি নিজকে কৃষক পরিচয় দিয়ে জানান, “প্রতি ফুট বালু ১৬ টাকায় বিক্রি করা হয়। এখানে নদী থেকে অনেকদিন বালু উঠে না। এ কারনে পাশের জায়গা থেকে বালু তুলতে দেখি।”
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ফেনীর সময় কে বলেন, ইজারার শর্ত ভঙ্গ হচ্ছে কিনা খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে বালু মহাল ইজারাদারদের সতর্ক করতে আগামী সপ্তাহে বৈঠক ডাকা হয়েছে।