দৈনিক ফেনীর সময়

পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে

নিজস্ব প্রতিনিধি :

“পরিবেশ রক্ষায় সবাইকে প্রত্যক্ষভাবে এগিয়ে আসতে হবে। নিজ নিজ অবস্থান থেকে পলিথিন ব্যবহার ও বিক্রি বন্ধের উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে।”

বুধবার দুপুরে পলিথিন শপিং ব্যবহার বন্ধে করণীয় অবহিতকরণ শীর্ষক আলোচনা সভায় বক্তাগণ এসব কথা বলেন। “প্লাস্টিক দূষণ রোধ করি, বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হান মেহবুব, অতিরিক্ত পুলিশ সুপার মো: তাসলিম হোসাইন। পরিবেশ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক শওকত আরা কলির পরিচালনায় মাল্টিমিডিয়ার মাধ্যমে পলিথিন ব্যবহারে ক্ষতিকর দিকগুলো তুলে ধরে নানা বিষয় উপস্থাপন করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর অতিরিক্ত উপ-পরিচালক পুষ্পেন্দু বড়ুয়া, জেলা তথ্য কর্মকর্তা এস.এম আল আমিন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সামছুল আরেফিন, ব্র্যাক প্রতিনিধি ওমর ফারুক, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সদস্য গিয়াস উদ্দিন হেলাল, সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!