সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধের জের ধরে শুক্রবার রাতে যুবলীগের দুই গ্রæপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-আইন সম্পাদক এ.কে.এম কামরুজ্জামান রুবেল মিয়াজী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশ সূত্র জানায়, মামলায় যুবলীগ-ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। আসামীদের মধ্যে জেলা যুবলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এনায়েত উল্যাহ মুন্না, স্থানীয় যুবলীগ কর্মী সরোয়ার হোসেন রতন, স্থানীয় ইউপি সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জেমি, সদর উপজেলার সাবেক যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ আল ফিরোজের নাম রয়েছে।
এ.কে.এম কামরুজ্জামান রুবেল জানান, হামলাকারীরা নগদ টাকা সহ ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। তারা ৫ লাখ টাকা চাঁদা দাবী করে বলেও তার দাবী।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত; ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ডালিমের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে এনায়েত উল্লাহ মুন্না ও সরোয়ার হোসেন রতনের বিরোধ দীর্ঘদিনের। এর জেরে শুক্রবার রাত ৮টার দিকে পাঁচগাছিয়া বাজারে রুবেল মিয়াজীর দোকানে হামলা চালিয়ে ডালিমের অনুসারী হায়দার হোসেন পিংকুকে আহত করা হয়। তার চিৎকারে পাশ্ববর্তী অফিস কক্ষে থাকা ডালিম সহ আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের উপর আক্রমণ করলে জাবেদ উল্লাহ নামে একজন গুরুতর আহত হয়। আহত পিংকু ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। জাবেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।