সদর প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারী মো: মোস্তফা (২৪) কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭)। কুমিল্লার ভারত সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা এনে অধিক মূল্যে ফেনীতে বিক্রি করে আসছে বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর স্টার লাইন এলপিজি ফিলিং স্টেশনের সামনে র্যাবের একটি দল অবস্থান নেয়। এসময় চৌদ্দগ্রাম উপজেলার চরপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মো: মোস্তফাকে গ্রেফতার করে। তার কাছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৩ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফেনীস্থ র্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতার মোস্তফা ও উদ্ধারকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।