সদর প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকার স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে ৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭)। এসময় ঘটনায় জড়িত দুই বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত আড়াইটার দিকে র্যাবের একটি দল স্টার লাইন ফিলিং স্টেশনের অবস্থান নেয়। সেখান থেকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার শামবকশী গ্রামের চারু মিয়ার ছেলে মো: জিলানী (২৫) ও হরিপুর গ্রামের হাফেজ আহাম্মদের ছেলে হাসান আহাম্মদ (২২) কে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তিনটি বস্তা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফেনীস্থ র্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতার দুই ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।