fenirshomoy logo black


সদর প্রতিনিধি :

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ১০টি পরিবারের মাঝে রানার বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল সোমবার ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন। রানার বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক শাফিকুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। স্বাগত বক্তব্য রাখেন রানার বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির ডিরেক্টর ফয়জুল্লাহ নোমানী।
জুলাই যোদ্ধা জুবাইর আল মুজাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল আজিজ, সহ-সমন্বয়ক সালমান হোসেন, শহীদ সাকিবুল ইসলামের মাতা এবং আহত মোসলেহ উদ্দিন শান্ত।


বক্তারা ২৪ জুলাইয়ের আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব, ত্যাগ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই আন্দোলন একটি অবিচ্ছেদ্য অধ্যায়। বক্তারা আগামী প্রজন্মকে জুলাই আন্দোলনের ইতিহাস জানার ও ধারণ করার আহ্বান জানান। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!