আরিফ আজম :
সরকারি আইনে সেতু এলাকার কাছ থেকে বালু তোলা নিষিদ্ধ। ওই আইন লঙ্গন করে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ছাদেকের ঘাটে নির্মাণাধীন ব্রীজের গোড়া থেকে অবৈধভাবে বালু তুলছে একটি চক্র।
সংশ্লিষ্টরা জানান, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প্রে আওতায় ছাদেকের ঘাটে ফেনী নদীর উপর ব্রীজ নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ৩২ কোটি ৮৮ লাখ ৮৬ হাজার টাকা প্রাক্কলিত মূল্যের ব্রীজটির নির্মাণ কাজ ২০২৪ সালের ১৫ মে শুরু হয়। ২০২৬ সালের ১ নভেম্বর নির্মাণ কাজ শেষ করার সময়সীমা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ব্রীজের মাঝামাঝি স্থানের দুটি ড্রেজার মেশিন বসানো হয়েছে। ওই মেশিনের মাধ্যমে বালু তুলে নদীর দুই পাশে স্তুপ করা হচ্ছে। কিছুদিন পরপর ট্রাক-ট্রাক্টরে বালু বোঝাই করে অন্যত্র বিক্রি করা হয়।
একাধিক নির্মাণ শ্রমিক জানান, তারা বাইরের জেলার মানুষ। যারা বালু তুলছেন তাদের চিনেন না। কখনো জানতেও চাননি।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ নম্বর ধারার খ-উপধারায় উল্লেখ করা হয়েছে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, সড়ক, মহাসড়ক, বাঁধ, বন, রেললাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হলে, অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্য থেকে বালু তোলা যাবেনা।
প্রজেক্ট ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সদর উপজেলা প্রকৌশলী দীপ্ত দাস গুপ্ত। তিনি বালু উত্তোলনের সত্যতা নিশ্চিত করলেও কে বা কারা বালু তুলছেন জানেন না।
ঠিকাদারি প্রতিষ্ঠান এসএ-এনইবি এর প্রতিনিধি স্বপনকে ফোন দেয়া হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
এলজিইডি ফেনী জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক ফেনীর সময় কে জানান, নির্মাণাধীন ব্রীজের গোড়া থেকে বালু উত্তোলনের কোন নিয়ম নেই। বিষয়টি জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা ফেনীর সময় কে জানান, বালু উত্তোলনকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে শিগগির অভিযান চালানো হবে।