সময় ডেস্ক :
‘ফেনী ইউনিভার্সিটিকে খাটো করে দেখার সুযোগ নেই। আমি যতটুকু তথ্য পেয়েছি, এখানে যে মানের পাঠদান হচ্ছে, তা অনেক সরকারি বিশ্ববিদ্যালয়েও হচ্ছে নাÑএ কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।’ শুক্রবার ফেনী ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, “নিজের সম্পর্কে কখনো হীনম¥ন্যতায় ভুগবে না। তুমি নিজেই নিজের যোগ্যতা সম্পর্কে বিশ্লেষণ করে দেখো। নিজের সবল দিক এবং দূর্বল দিকগুলো চিহ্নিত করতে পারলে তোমার জ্ঞানের স্তরকে অনেক ওপরে নিয়ে যেতে পারবে।’
বিভাগের ২য় থেকে ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক বুশরাত জাহানের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের সভাপতি এবং ই-সফ্ট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হাসান অপু, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. এএসএম তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ, ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক তায়বুল হক। অনুষ্ঠানটির গোল্ডেন স্পন্সর ছিলো স্টার লাইন গ্রুপ। স্টার লাইন গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক জামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে ই-সফ্ট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হাসান অপু বলেন, ‘যারা বিদায় নিচ্ছে তাদের সামনে এখন তিনটি দিক রয়েছেÑকেউ চাকরি করবে, কেউ উদ্যোক্তা হয়ে নিজের কোম্পানি খুলবে, কেউ উচ্চ শিক্ষার্থে প্রবাসে গমন করবে। তবে সবার জন্যই আমি জোর দিয়ে বলবো, তোমরা ইন্টার্নশিপের সুযোগ পেলে অবশ্যই তা গ্রহণ করবে। তোমাদের সকল ধরণের সহযোগিতা আমি করবো।’
ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিম বলেন, ‘আমাদের ইচ্ছা থাকলেও অনেক কিছুই তোমাদের দিতে পারিনি। আমি আশা করবো তোমরা একদিন প্রতিষ্ঠিত হয়ে ফেনীর শিক্ষা-সামাজিক কর্মকা-ের উন্নতিতে অবদান রাখবে। আর আমি চাইবো ঢাকা-চট্টগ্রামের পেছনে না ঘুরে ফেনীতে নিজেকে প্রতিষ্ঠিত করো।’
অতিথিদের বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।