fenirshomoy logo black


নিজস্ব প্রতিনিধি :

ফেনী সরকারি কলেজের প্রধান ফটক ও সড়কের ফুটপাতে অস্থায়ী দোকান থেকে প্রতি মাসে চাঁদাবাজী করছেন এক ছাত্রদল নেতা। তার নাম জিল্লুর রহমান। তিনি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও জেলা ছাত্রদলের সহ-সম্পাদক। বিষয়টি নিয়ে দোকানীদের মাঝে ক্ষোভ থাকলেও হয়রানী কিংবা দোকান তুলে দেয়ার ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনা।


সরেজমিনে জানা গেছে, কলেজের প্রধান ফটকের সামনের সড়কে ফুটপাতে প্রতিদিন বিকালে ফুচকা, আইসক্রিম ও শরবতের ১০টি দোকান বসে। শহরের মাঝখানে খোলামেলা এ পাইলট হাই স্কুল মাঠে বিভিন্ন বয়সী নারী-পুরুষ এখানে ঘুরতে বের হন। যার ফলে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর প্রতিটি দোকান থেকে দিনপ্রতি ৫০ টাকা করে চাঁদা দাবী করেন জিল্লুর। এভাবে প্রতিমাসে এখান থেকে প্রায় ১৫ হাজার টাকা চাঁদাবাজী করা হয়।


নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকানদার জানান, ফেনী কলেজে বিএনপি করে জিল্লুর নামে এক নেতা প্রতিদিন প্রতি দোকান থেকে ৫০ টাকা আদায় করেন। জিল্লুরের চাঁদার টাকা তাদের কাছ থেকে সংগ্রহ করে কলেজের নিরাপত্তা প্রহরী রবিউল হক মিলন।


রবিউল হক মিলন জানান, ফুটপাতের দোকান থেকে চাঁদা নেয়ার কথা স্বীকার করলেও কার জন্য এ টাকা আদায় করা হয় তার নাম প্রকাশ করেননি।
বক্তব্য জানতে জিল্লুর রহমানকে গতকাল সন্ধ্যায় একাধিকবার ফোন করা হলেও তা রিসিভ হয়নি। এ ব্যাপারে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হালিম মানিক জানান, চাঁদাবাজীর ঘটনায় কলেজ ছাত্রদলের কেউ জড়িত কিনা বিষয়টি জানা নেই। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পেলে জেলা নেতৃবৃন্দকে জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!