দৈনিক ফেনীর সময়

ফেনী কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন শুরু

ফেনী কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন শুরু

নিজস্ব প্রতিনিধি :

ফেনী সরকারী কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপনের লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। শনিবার সকালে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

বর্ষপূর্তি উদযাপন পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, প্রাক্তণ শিক্ষার্থী চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (পশ্চিম) ডেপুটি কমিশনার জসিম উদ্দিন, ফেনী জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাঈন উদ্দিন আহমেদ কামরান, ফেনী পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বেলাল, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, রাজনীতিক ইফতেখারুল ইসলাম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সাহাব উদ্দিন আহমেদ শিকদার।

লোগো উন্মোচন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী কলেজ আঙ্গিনা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে মিলিত হয়।

সভায় জানানো হয়, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বও পর্যন্ত ও বর্তমান শিক্ষার্থীরা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত www.fgc100celebration.com লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৩ হাজার টাকা ও নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!