দৈনিক ফেনীর সময়

ফেনী গার্লস ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

অনলাইন ডেস্ক:

ফেনী গার্লস ক্যাডেট কলেজে উৎসবমুখর পরিবেশে ১৭তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সমাপনী দিবসে মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, কমান্ড্যান্ট, বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় তিনি ক্যাডেটদের প্রদর্শিত ক্রীড়া নৈপুণ্য ও সার্বিক অনুষ্ঠান উপভোগ করে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুন নাহার চার দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্ধোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ এ্যাডজুটেন্ট লে. কমান্ডার ফারজানা সরকার তান্না, (ই), বিএন ক্রীড়াবিদ ক্যাডেটদের শপথ বাক্য পাঠ করান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসকে বিভিন্ন রংয়ের ব্যানার ফেস্টুন ও আলোকসজ্জার মাধ্যমে সুসজ্জিত করা হয়।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খাদিজা হাউস চ্যাম্পিয়ন ও আয়েশা হাউস রানার আপ হয়। বছরব্যাপী অনুষ্ঠিত সকল শিক্ষা, সহশিক্ষা এবং ক্রীড়া প্রতিযোগিতাসমূহের উপর ভিত্তি করে সার্বিক চ্যাম্পিয়ন হয় ফাতেমা হাউস ও রানার আপ হয় খাদিজা হাউস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!