নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণার একবছরের মাথায় পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে। দু’একদিনের মধ্যে কেন্দ্র থেকে এ কমিটির অনুমোদন মিলবে বলে জানিয়েছে সংগঠনটির জেলা সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ।
তারা জানান, গতকাল ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনানের সঙ্গে সাক্ষাত হয়েছে। কমিটি অনুমোদনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
গত বছরের এদিনে (৪ এপ্রিল) ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের তৎকালীন সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ফেনী জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেন। কমিটিতে ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহম্মদ তপুকে সভাপতি এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুর করিম জাবেদকে সাধারণ সম্পাদক করা হয়। তারা দু’জনই যথাক্রমে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এর আগে একই বছরের ২৮ মার্চ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার নেতৃত্বাধীন ফেনী জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
তপু-জাবেদ কমিটি গঠনের পর জাতীয় ও কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নসহ স্বল্পসময়ে জেলার সবকটি উপজেলা, ফেনী পৌরসভা, সরকারি জিয়া মহিলা কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, কম্পিউটার ইনস্টিটিউট সম্মেলনের মাধ্যমে কমিটি করে প্রশংসা কুড়ায়। তবে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় পদপ্রত্যাশীরা কিছুটা ঝিমিয়ে পড়ে।
জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, আওতাধীন সব ইউনিটের কমিটি ঘোষনার পর জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে সিভি নেয়া হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি-সাধারণ সম্পাদকদের মাধ্যমে পদপ্রত্যাশীদের বিষয়ে যাচাই-বাছাই করা হয়েছে। ইতিমধ্যে ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ জানান, জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হলে মেধাবী, দক্ষ ও সৎ নেতৃত্ব মূল্যায়িত হবে।