দৈনিক ফেনীর সময়

ফেনী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দৌড়ে ৬ আ’লীগ নেতা

ফেনী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দৌড়ে ৬ আ’লীগ নেতা

নিজস্ব প্রতিনিধি :

দিন যত ঘনিয়ে আসছে ততই ফেনী জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন লড়াই জমে উঠেছে। মঙ্গলবার জেলা আওয়ামীলীগের এক জরুরী সভায় চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত না হওয়ায় তালিকা দীর্ঘ হচ্ছে।্ ইতিমধ্যে ৫ জন দলীয় মনোনয়নের জন্য আবেদন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অনেকে হাইকমান্ডে চেষ্টা-তদবীর করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ভোটের দিন ধার্য রয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

দলীয় সূত্র জানায়, বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন দলীয় মনোনয়ন চেয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন জমা দিয়েছেন। প্রবীন আওয়ামীলীগ নেতা আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুর পর চেয়ারম্যানের শূন্যপদে উপ-নির্বাচনে তপন প্রথম দফায় প্রায় দেড় বছর জেলা পরিষদ চেয়ারম্যান ও পরবর্তীতে প্রশাসক পদে নিয়োগ পান।

ফেনী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগ সদস্য হাজী আলাউদ্দিন গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ফেনীর রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যে বহুল পরিচিত মুখ হাজী আলাউদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহে জেলা পরিষদ নির্বাচনে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

এছাড়া জেলা আওয়ামীলীগের দুই সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার ও জিপি প্রিয়রঞ্জন দত্ত, সদস্য জামাল উদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দেন। প্রবীণ নেতা মাষ্টার আলী হায়দার ও প্রিয়রঞ্জন দত্ত ইতিপূর্বে যথাক্রমে প্রশাসক ও চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন। অপরদিকে জামাল উদ্দিন সদ্য সমাপ্ত সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়েছিলেন। জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক মোস্তফা হোসেনও আজ-কালের মধ্যে সংগ্রহ করবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার ফেনীর সময় কে জানিয়েছেন, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের সিদ্ধান্ত সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়া হয়েছে। আজ ও আগামীকাল সদস্য পদে মনোনয়ন প্রত্যাশীরা জেলা আওয়ামীলীগ থেকে দলীয় আবেদন ফরম সংগ্রহ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!