দৈনিক ফেনীর সময়

ফেনী জেলা পরিষদের ত্রাণ সামগ্রী পাচ্ছেন ১৪শ পরিবার

ফেনী জেলা পরিষদের ত্রাণ সামগ্রী পাচ্ছেন ১৪শ পরিবার

নিজস্ব প্রতিনিধি :

ফেনী জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। চতুর্থধাপে জেলার ৬ উপজেলায় ১৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ৪শ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে মঙ্গলবার দুপুরে শহরের মিজান রোডের জেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিষদ প্রশাসক খায়রুল বাশার মজুমদার তপন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল আবছার আপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক আবু তাহের, পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম তানজীম, সংরক্ষিত কাউন্সিলর সেলিনা চৌধুরী সেলি, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোতাহারুল করিম চৌধুরী কাউছার প্রমুখ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সূত্র জানায়, ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি করে মসুর ডাল, চিনি, সয়াবিন তৈল ও লবন রয়েছে। এর আগে তিন দফায় ৪৯ লাখ ৫০ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!