নিজস্ব প্রতিনিধি :
মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার মো: হাবিবুর রহমান। এক্ষেত্রে ফাঁদে পড়ে প্রতারকের সাথে কোন লেনদেন না করার আহবান জানান তিনি। পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে গতকাল মঙ্গলবার বিকালে ফেনীর সময় এর আলাপকালে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার মো: হাবিবুর রহমান আরো বলেন, ‘ফেনী জেলায় পুলিশ কনস্টেবল পদে রিক্রুট কার্যক্রম চলছে। এক্ষেত্রে কোন ধরনের অনিয়ম হবেনা। ইতিমধ্যে ফেনী জেলায় শারিরীক ও লিখিত পরীক্ষা হয়ে গেছে। আগামী ১৫ মে লিখিত পরীক্ষার ফল দেয়া হবে। এরপর ভাইবা পরীক্ষা হবে। এর মধ্য দিয়ে যারা যোগ্যতা ও মেধাসম্পন্নদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করবো। ফেনী জেলায় কনস্টেবল রিক্রুট প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হবে।’
তিনি আরো বলেন, ‘পুলিশে কনস্টেবল নিয়োগে কিছু অসাধু ব্যক্তি প্রতারনা করতে চায়। চাকরী পাইয়ে দেয়ার নাম করে টাকা-পয়সার লেনদেন করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এসব ব্যাপারে কেউ কোন তথ্য জেনে থাকলে আমি সহ পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের অবহিত করে সহযোগিতা করবেন।’