নিজস্ব প্রতিনিধি :
ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নুরুল আলম দিদার (৬৫) মারা গেছেন। শনিবার দুপুরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।
পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকালে ১৪নং ওয়ার্ডের ফজল করিম ড্রাইভার বাড়িতে একটি সালিশী বৈঠকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন দিদার। সেখান থেকে দ্রুত ফেনী ডায়াবেটিক হাসপাতালের কার্ডিওলজিষ্ট ডা: মনিরুল হকের সাথে সাক্ষাত করেন। ইসিজি পরীক্ষা শেষে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে ১২টা ৫মিনিটের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।
এদিকে তার মৃত্যুর খবর পেয়ে সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সহ জনপ্রতিনিধিরা হাসপাতালে ছুটে যান।
হাসপাতালের পরিচালক বি.জে, (অব.) খান মোহাম্মদ আসাদুল্লাহিল গালিব জানান, বুকে ব্যথা নিয়ে নুরুল আলম দিদার ১১টার দিকে হাসপাতালে আসেন। সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষনে রেখে চিকিৎসা দেয়া হয়। সেখানে ১২টা ৫ মিনিটের দিকে তিনি মারা যান।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, বাদ মাগরিব পশ্চিম মধুপুর এলাকার মালেক মিয়ার বাজারের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে আলী আহম্মদ পন্ডিত বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।