নিজস্ব প্রতিনিধি :
স্বামী ছিলেন স্বল্প বেতনে চাকুরী করতেন। গত প্রায় ২ বছর আগে মারা গেছেন। বয়োবৃদ্ধ বাবা-মা, ছোট ভাই আর ৫ বছর বয়সী শিশু সন্তান নিয়ে সংসার। স্বামী মারা যাওয়ার পর অন্ধকার নেমে আসে শহরের পূর্ব উকিলপাড়ার বাসিন্দা সখি আক্তার রাখির পরিবারে। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে সংসার চালাতেন। বিষয়টি জেনে সোমবার সেলাই মেশিন দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এসময় পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী ও সংরক্ষিত নারী কাউন্সিলর সেলিনা চৌধুরী সেলি উপস্থিত ছিলেন।
সখি আক্তার রাখি জানান, তাদের পৈত্রিক বাড়ি ল²ীপুর জেলায় ছোট বেলা থেকে তার বাবা রেজাউল হক স্বপরিবারে পূর্ব উকিলপাড়া থাকতেন। দাউদপুল এলাকায় রেষ্টুরেন্ট ব্যবসা করতেন। ৭৫ বছর বয়সী রেজাউল হক বয়সের ভারে ন্যুজ হয়ে পড়লে পরিবারের হাল ধরেন রাখি।
রাখি আরো জানান, তিনি রবিবার পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীকে পরিবারের অভাবের কথা তুলে ধরেন। মেয়র তাকে পরদিন যেতে বললে একটি সেলাই মেশিন দেন। এটি দিয়ে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বাসায় থেকে সেলাইয়ের কাজ করবেন বলে জানান। সেলাই মেশিন পেয়ে আমি অনেক খুশি। এজন্য তিনি মেয়রের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।