নিজস্ব প্রতিনিধি :
৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মেয়র-কাউন্সিলররা পালিয়ে যাওয়ার পর ফেনী পৌরসভার সেবা কার্যক্রম চালু রাখতে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো: বাতেনকে সভাপতি করে ৮ জন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সদস্য করা হয়েছে। এরা হলেন- সিভিল সার্জন ডা: মো: শিহাব উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: একরাম উদ্দিন, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক মাহমুদ আল ফারুক, জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী শফিউল হোসেন আরিফ, জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফিউল্যাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার প্রশাসক গোলাম মো: বাতেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার সচিব সৈয়দ আবু জর গিফরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা একরামুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম, ছাত্র প্রতিনিধি ওমর ফারুক শুভ প্রমুখ।
সভায় বক্তারা পৌরসভার রাস্তাঘাট, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, যানজট সহ নানা বিষয় তুলে ধরেন। প্রশাসক গোলাম মো: বাতেন সদস্যদের সমন্বয়ে পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউন্সিলরদের অনুপস্থিতিতে প্রতিজন সদস্যকে দুটি করে ওয়ার্ডের দায়িত্ব দেয়া হবে বলে তিনি জানান।