নিজস্ব প্রতিনিধি :
ফেনী মহিলা কলেজ এর ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার শহরের প্রাণকেন্দ্র কুমিল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন ফালাহিয়া লেনে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঁঞা ইকবাল মেমোরিয়ালের কলেজের সাবেক অধ্যক্ষ, বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক রফিক রহমান ভূঁঞা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেনী মহিলা কলেজের সভাপতি এবং ফেনী সমিতি ঢাকার সিনিয়র সহ- সভাপতি মেছবাহ উদ্দিন সাঈদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। কলেজ অধ্যক্ষ মো: শহীদুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন।
কলেজ কো-অর্ডিনেটর শাহ ওয়ালী উল্লাহ মানিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রভাষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক সাহাব উদ্দিন (শিহাব) এবং বাংলা বিষয়ের প্রভাষক আফরোজা আক্তার ও শিক্ষার্থী আকলিমা আক্তার।
সভাপতি তার বক্তব্যে ফেনী মহিলা কলেজ এর শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে ৫ বছর মেয়াদি শিক্ষাবৃত্তি এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানের প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথি ফেনী জেলার নারীদের শিক্ষা উন্নয়নে ফেনী মহিলা কলেজের ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।