শহর প্রতিনিধি :
ফেনী শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি। গত তিনদিন প্রায় প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন শিপটে ৬ জন করে সদস্য দায়িত্ব পালন করছে। তারা শহরের কলেজ রোডের ফেনী পৌরসভা রেলগেট পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণে ও সড়ক শৃঙ্খলায় কাজ করছে তারা। ফুলকুঁড়ির সদস্যরা সড়কে রিক্সা ও সিএনজি এবং অন্যান্য যানবাহনের জন্য পৃথক লেন করে কাজ কাজ করতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, যে বয়সে বই-খাতা কিংবা খেলার মাঠে থাকার কথা সেই কোমল হাতের ইশারায় শৃঙ্খলা ফিরেছে শহরে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর সড়কে নেই ট্রাফিক পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছেন সেই শিক্ষার্থীরাই। অদক্ষ হাতগুলো মোড়ে মোড়ে দক্ষতার সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে।
মাধ্যমিক পর্যায়ের একাধিক শিক্ষার্থীরা জানান, ‘আমাদের অনেক বড় ভাইবোন ট্রাফিকের কাজ করছেন। মনে হলো, আমরা যদি তাদের হেল্প করি কাজটা আরও ভালো হবে।”
ফুলকুঁড়ির ফেনী শহর শাখার গোলাপকুড়িঁ আসরের পরিচালক শাহাজাদা আহমেদ ইয়াস জানান, “ফুলকুঁডির পক্ষ তেকে তিনটা টিম গঠন করে যানবাহনে শৃঙ্খলা কাজ করছি। সাধারণ মানুষ খুশি হয়ে আমাদেরকে ফুল, চকলেট, পানি ও দুপুরের খাবার দিয়ে যাচ্ছে। ফেনী শহরে যানবাহনে শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের কাজ অব্যহত থাকবে।