সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে একযোগে আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভা আজ রবিবার অনুষ্ঠিত হবে। এতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে চায় প্রায় দেড় দশক ধরে সরকারে থাকা ক্ষমতাসীন দলটি।
দলীয় সূত্র জানায়, বিএনপি সহ বিরোধী দলের কর্মসূচি মোকাবেলা ও সংসদ নির্বাচন সামনে রেখে দল শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে নতুন করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব ফিরে আসবে বলে মনে করছেন শীর্ষ নেতারা। সবকটি জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অতিথি হিসেবে অংশ নেবেন। এসব সভায় স্ব স্ব এলাকার আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও স্থানীয় সারিতে থাকবেন। উপজেলা সভাপতি করিম উল্যাহ বি.কম ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এসব সভা মনিটরিং করবেন।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, আন্দোলনের নামে ভীতি ছড়িয়ে আওয়ামীলীগকে কেউ পরাস্ত করতে পারবেনা। তবে বিএনপি-জামাতের সবধরনের ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামীলীগ নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। কার্যকরি সভার পর দুটি বিক্ষোভ মিছিল কর্মসূচী ঘোষিত রয়েছে। সেসব কর্মসূচীর পর কেউ ষড়যন্ত্র করার সাহস পাবেনা। নির্বাচন কেন্দ্রিক নেতাকর্মীদের ঐক্য আরো সুদৃঢ় করতে পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণ করা হবে।