দৈনিক ফেনীর সময়

ফেনীতে আরো ৪৩৩ গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর

ফেনীতে আরো ৪৩৩ গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর

নিজস্ব প্রতিনিধি :

মুজিব বর্ষ উপলক্ষে ফেনী জেলায় ভূমিহীন ও গৃহহীন আরও ৪৩৩ পরিবার পাচ্ছে নতুন পাকা বসতঘর। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে ঘরগুলো গৃহহীনদের মধ্যে হস্তান্তর করবেন। এর আগে ২৬ এপ্রিল ভূমিহীন ও গৃহহীন ২৮৬ পরিবারের মধ্যে আধাপাকা ঘরের চাবি ও জমির মালিকানা দলিল হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) ভূমিহীন ও গৃহহীন ৪৩৩ পরিবার পাকা ঘর পাচ্ছেন। ৪৩৩টি ঘর নির্মাণের ব্যয় হয়েছে ১০ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ টাকা ৪০হাজার টাকা। এই ঘরগুলোতে আছে পাকা ভিটা ও বারান্দা, টিনের চালা, থাকার কক্ষ ও একটি শৌচাগার। নতুন করে ৪৩৩টি ঘরের মধ্যে জেলা সদরে ২২টি, ছাগলনাইয়ায় ২টি, সোনাগাজীতে ২শটি, দাগনভূঞায় ১৬৬টি, ফুলগাজীতে ২৪ এবং পরশুরামে ১৯টি ঘর নির্মাণ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র আরো জানায়, নির্মিত ঘরগুলো আজ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর হস্তান্তর করা হবে। সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ দরিদ্র গৃহহীন উপকারভোগীরা উপস্থিত থাকবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: গোলাম জাকারিয়া ফেনীর সময় কে জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ঘরগুলোর চাবি ও দলিল সুবিধাভোগীদের হাতে তুলে দেয়া হবে। নির্দিষ্ট নকশা অনুযায়ী ভালো মানের উপাদান দিয়ে ঘরগুলো করা হয়েছে।’

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান ফেনীর সময় কে বলেন, ‘দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী মুজিববর্ষে একটা মানুষও গৃহহীন থাকবে না কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। যারা ঘর পাচ্ছেন, তারা খুবই দরিদ্র। একটি ভালো ঘর নির্মাণ তাদের কাছে স্বপ্নের মতো। পাকা ঘর পেয়ে পরিবারগুলো অনেক খুশি হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!