দৈনিক ফেনীর সময়

ফেনীতে এইচএসসি পরীক্ষায় প্রথমদিনেই আড়াইশ শিক্ষার্থী অনুপস্থিত

ফেনীতে এইচএসসি পরীক্ষায় প্রথমদিনেই আড়াইশ শিক্ষার্থী অনুপস্থিত

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ছিল ২৬৬ জন পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বন করায় দাগনভূঞা উপজেলায় একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রথমদিনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার জেলার ১৪ কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেয় ১০ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী। এইচএসসি পরীক্ষায় ১২ কেন্দ্রে ৮ হাজার ৪১৪ জন পরীক্ষার্থীর মাঝে অংশ নেয় ৮ হাজার ২৩৩ জন। অনুপস্থিত ছিলো ১৮১ জন। একইভাবে আলিম পরীক্ষায় ৭ কেন্দ্রে জেলায় ১ হাজার ৯৮২ জনের স্থলে পরীক্ষায় উপস্থিত ছিলো ১ হাজার ৯শ ৬ জন। অনুপস্থিত ছিলো ৭৬ জন। এইচএসসি ভোকেশনালে ১০৬ জনের মাঝে একজন ও আলিম ভোকেশনালে ৩১৯ জনের মাঝে ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

সূত্র আরো জানায়, জেলায় মোট ২১টি পরীক্ষার কেন্দ্রে ১০ হাজার ৮২১ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু প্রথমদিনের এ পরীক্ষায় ১০ হাজার ৫৫৫ জন অংশ নেয়। অনুপস্থিত ছিলেন ২৬৬ জন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার পূদম পুষ্প চাকমা জানান, প্রথমদিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। তবে অসদুপায় অবলম্বন করায় ১ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!