নিজস্ব প্রতিনিধি :
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল সোমবার দেশব্যাপী উদ্যাপন করা হবে পবিত্র ঈদুল আযহা। ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান সহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। করোনার জন্য দুবছর সীমিত পরিসরে ঈদের জামাতের পর এবার উন্মুক্ত স্থানে ও মসজিদে ঈদের জামাত হবে। সেজন্য ফেনীতে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় থেকে জানানো হয়, মিজান ময়দানে ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত শুরু হবে সকাল ৮টায়। ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে ৭টা ১৫ মিনিটে, জহিরিয়া জামে মসজিদে ৭টা ও পুলিশ লাইনস মসজিদে ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া সার্কিট হাউজ জামে মসজিদে সাড়ে ৭টায়, মহিপাল চৌধুরী বাড়ী জামে মসজিদে ৮টা, পুরাতন রেজিষ্ট্রি অফিস জামে মসজিদে ৭টা ৪৫ মিনিটে, ফেনী রেল স্টেশন জামে মসজিদে সাড়ে ৭টা, মুন্সীবাড়ী জামে মসজিদে সাড়ে ৭টা, মসজিদ ই নুর কোর্ট বিল্ডিং সংলগ্ন মসজিদে ৭টা, উপজেলা পরিষদ জামে মসজিদে ৮টা, জেলা কারাগার মসজিদে ৮টা, বিদ্যুত উন্নয়ন বোর্ড জামে মসজিদে সাড়ে ৮টা, হাজারীপাড়া জামে মসজিদে ৬টা ৪৫ মিনিট, কামাল হাজারী জামে মসজিদে ৮টা, শর্শদী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সাড়ে ৮টা ও মমিন জাহান জামে মসজিদে সাড়ে ৭টায় ঈদের জামাত শুরু হবে।