নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিশ্ব মন্দার কারনে বিশ্বে খাদ্যসংকট হতে পারে তাই সকল অনাবাদী জমি চাষ করতে হবে। সকল অনাবাদী জমি চাষের আওতায় ও উৎপাদনে আনতে হবে।”
সম্প্রতি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “এখনই সবাইকে সর্তক এবং সচেতন হতে হবে। সকল অফিস, আদালত, বাসা-বাড়ীর আঙ্গিনা সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পৌরসভা মশা নিধনে স্প্রে করতে হবে। বর্তমানে শিক্ষার্থীদের আক্রান্তের হার বেশি হওয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা করা প্রয়োজন। পাশাপাশি পৌর মেয়রকে এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিতে নির্দেশ দেন তিনি। জেলার বিভিন্ন খাল সমূহ দূষন ও দূর্গন্ধ রোধ করতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।
রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কমিটির সদস্য সচিব মো: মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মো: গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডা: রফিক-উস ছালেহীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী হাসান আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্ল্যাহ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইউছুফ আলী, ফেনী পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার।