দৈনিক ফেনীর সময়

ফেনীতে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

ফেনীতে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

শহর প্রতিনিধি :

ফেনীতে সপ্তাহের ব্যবধানে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। এরমধ্যে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে মরিচ-গাজর ও ধনিয়া। এছাড়া প্রতি কেজি দরে ১৫ থেকে ২০ টাকা কিংবা ৩০ টাকা পর্যন্ত বেড়েছে চষা, টমেটো, ফুলকপি, বেগুন ও করলার দাম। বেড়েছে কাকরল, বরবটি ও অন্যান্য সবজির দামও। শনিবার ফেনী শহরের বড় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, সপ্তাহখানেক আগে ৬০টাকায় বিক্রি হওয়া মরিচ দ্বিগুণ বেড়ে প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০-৫০ টাকার গাজর তিনগুন দাম ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। ধনিয়া মৌসুমে প্রতিকেজি বিক্রি হতো ৬০ টাকা। দেড় সপ্তাহ পূর্বেও প্রতি কেজি বিক্রি হয়েছিল ১শ টাকায়, তা এখন প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে টমেটো ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। লেবু হালি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ফুলকপি ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বেগুন ২৫ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তিতা করলা ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া কাকরল প্রতি কেজি ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা এবং বরবটি ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

বড় বাজারের সবজি বিক্রেতা মো: মিজান জানান, সবজি সরবরাহ ঠিক না থাকায় অর্থাৎ সবজি ঠিকমত না আসায় দাম বেড়ে গেছে। পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হয়। এজন্য বেশি দামে বিক্রি করতে হয়।

আরেক সবজি বিক্রেতা খুরশিদ আলম বলেন, “বৃষ্টির জন্য সবজি কম আসতেছে। এজন্য দাম বাড়তি।”

আজমির নামে আরেক বিক্রেতা বলেন, “বাজারে সবজি কম। আগে যেখানে এখানে ৭ থেকে ৮ গাড়ি সবজি আসতো, সেখানে এখন ১ গাড়িও ঠিকমত আসে না। দাম তো বাড়বেই। সবজি তো আসতে হবে। সবজি না আসলে দাম কমবে কিভাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!