fenirshomoy logo black

ক্রীড়া প্রতি‌বেদক:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফেনীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ চলছে। বৃহস্পতিবার বিকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি ছাত্রদের খেলাধুলায়ও মনোযোগী হওয়া উচিত। তিনি বলেন, খেলাধুলা করলে শরীর গঠন মজবুত হয় এবং মোবাইলের প্রতি আসক্তি কমে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ফয়েজ করিম রনি, কফিল মাহমুদ রিয়াজ, মো: সুজা উদ্দিন সজীবসহ ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, মাসব্যাপী এই ফুটবল প্রশিক্ষণে ফেনী জেলার ৬টি উপজেলার ৪০ জন ক্ষুদে ফুটবলার অংশ নিবে।এতে প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন সাবেক ফুটবলার জাহাঙ্গীর আলম, সহকারী প্রশিক্ষক হিসেবে রয়েছেন নাসির উদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!