শহর প্রতিনিধি :
ফেনী শহরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধায় শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে উঠতে পারেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর কটুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার মিছিলের প্রস্তুতি ছিল। শহরের ইসলামপুর রোডের বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
সংগঠনটির জেলা সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন মিছিলে নেতৃত্ব দেন। এসময় সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, পৌর আহবায়ক মজিবুর রহমান, সদর উপজেলা আহবায়ক জোবায়ের হোসেন প্রমুখ অগ্রভাগে ছিলেন। মিছিলকারীরা ইসলামপুর রোডের মাথায় পৌছলে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে উঠতে চাইলে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমান বাধা দেয়। এনিয়ে মিছিলকারীরা পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পিছু হটে বিএনপি অফিসের সামনে সমবেত হয়।
এসএম কায়সার এলিন জানান, পুলিশের বাধার কারনে মিছিল শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে উঠতে পারেনি। সেখান থেকে পুনরায় বিএনপির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিল শেষ হয়।
এদিকে পৃথক বিবৃতিতে সাইদুর রহমান জুয়েল জানান, ‘স্বেচ্ছাসেবকদল ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের বাড়িতে পুলিশ রাতের অন্ধকারে হামলা চালিয়েছে। শারিরীক ভাবে আঘাত করার চেষ্টায় এ হামলায় বাড়ির জানালা দরজা ও বিভিন্ন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবৈধ তল্লাশির নামে পরিবারের শিশু, বৃদ্ধ সহ জনমনে ভীতি সৃষ্টির মাধ্যমে আন্দোলন-সংগ্রামের সুস্থ পথকে বাধাগ্রস্থ করার প্রক্রিয়া অবলম্বন করে।’ এ ঘটনায় নিন্দা প্রকাশ করে বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘এমন হামলা ও ভয়ভীতির মাধ্যমে আগামীর আন্দোলন-সংগ্রাম রুখে দেয়া যাবেনা বলেও হুঁশিয়ারি ব্যক্ত করেন।’