নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে বন্যা কবলিত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সাজেদা ফাউন্ডেশন। শুরু থেকে বন্যার্তদের উদ্ধার ও খাদ্য সামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে অসহায় মানুষদের।
সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, গত ২২ আগস্ট থেকে তাদের উদ্ধার কার্যক্রম শুরু হয়। এসময় তারা দুইটি নৌকা নিয়ে সোনাগাজীতে ১৬, পরশুরামে ৯৪, ছাগলনাইয়াতে ৮৮, ফুলগাজীতে ১৮জন সহ মোট ২১৪ জনকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেন।
এছাড়াও তারা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। এদের মধ্যে সদরে ৩৯২, সোনাগাজীতে ২৭০, পরশুরামে ১৬, ফুলগাজীতে ১৪৮, ছাগলনাইয়ায় ৭০, দাগনভূঞাতে ১০০ প্যাকেট করে ত্রাণ সামগ্রী সহ ২০৭০ টি শিশু খাদ্য বিতরণ করেন। গত বুধবার ও বৃহস্পতিবারে ফেনী জয়কালী মন্দিরে আশ্রয়ে থাকা লোকজনকে প্রথম দিনে ১৭০০ এবং পরদিন ১২০০ জনের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেন।
সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র দাস জানান, আমাদের এম্বুলেন্স টিম দুর্গত এলাকা গুলো থেকে রোগীদের হাসপাতালে নিয়ে আসছে। এছাড়াও এশাধিক মেডিকেল টিমও দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিয়ে আসছে। যতদিন প্রয়োজন হবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।