দৈনিক ফেনীর সময়

ফেনীতে বিজিবির উদ্যোগে খাদ্য বিতরণ

ফেনীতে বিজিবির উদ্যোগে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর উদ্যোগে গরীব-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জায়লস্করস্থ ব্যাটালিয়ন সদরের মসজিদে কোরআন খতম এবং ফজর নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে রিভিলি হতে রিট্রিট পর্যন্ত বিজিবি’র সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিজিবি’র সকল সদস্য কালো ব্যাজ পরিধান করে।

চিত্তবিনোদন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি অলোচনা সভার অয়োজন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র, বাংলাদেশ রাইফেলস এর ৩য় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধুর দেয়া ভাষনের ভিডিওচিত্র এবং প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি, সিগন্যালস্ প্রধান অতিথি ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় গরীব, দুঃস্থ ও অসহায় ১শটি পরিবারের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সত্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মেডিকেল ক্যাম্পে ৩২২ জন নারী-পুরুষ অসুস্থ ও গরীব দুঃস্থদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!