শহর প্রতিনিধি :
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে জেলার প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শহরের বেষ্ট ইন চাইনীজ রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বেসিক ট্রেড কোর্স এসোসিয়েশন ফেনী’ এর পুর্নাঙ্গ কমিটি আগামী ২ বছরের জন্য গঠন হয়েছে।
কমিটিতে পরিচালকগনের ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে ফেনী কমপেক্ট ইনস্টিটিউটের (৬৯০৩৫) পরিচালক লিয়াকত আলী আরমান সভাপতি, টুইনসফট ট্রেনিং(৬৯০৭৪) এর পরিচালক এস.এম ইব্রাহীম সুমন সাধারন সম্পাদক ও পরশুরাম কম্পিউটার ইনস্টিটিউটের (৬৯০৪১) পরিচালক দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সততা কম্পিউটারের (৬৯০৪৭) পরিচালক ফরহাদ মিয়াজী সিনিয়র সহ-সভাপতি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের (৬৯০৫০) মোহাম্মদ এনায়েত উল্যাহ বাবর সহ-সভাপতি, মুন আইটি ইনস্টিটিউট (৬৯০৩২) এর পরিচালক ইউসুফ শাহীন যুগ্ম-সাধারন সম্পাদক, কফিল আহমদ দপ্তর সম্পাদক, সাধারণ সদস্য সৈকত তুশমীর (৬৯০৫৩) পরিচালক আবদুল ওয়াদুদ, প্রত্যাশা কম্পিউটারের (৬৯০৫৬) পরিচালক সেন্টু মিয়াজী মনোনীত হয়েছেন।
সভায় সভায় কারিগরি বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠানের পরিচালকগন সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। বিশেষ করে ফেনীতে আইটি ও কম্পিউটার শিক্ষাকে আরো প্রসার ও তথ্য প্রযুক্তি খাতে আরো বেশি জনবল তৈরীতে প্রতিষ্ঠান সমুহের চলমান কার্যক্রম বাড়াতে গুরত্বারোপ করা হয়।