নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরে ‘বিল্ডিং কোড’ কার্যকর করতে কঠোর নজরদারি চলবে বলে জানিয়েছেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। তিনি বলেন, এটি মানা হলে সবার জন্যই মঙ্গলজনক হবে। বিষয়টি সার্বক্ষনিক তদারকী করতে দুইজন কর্মকর্তাকে নির্দেশ দেন।
মেয়র স্বপন মিয়াজী বুধবার দুপুরে ফেনীর সময় কে বলেন, শহরের নাজির রোডে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে গ্যাস বের হওয়ার জন্য পাইপ দেয়া হয়নি। ফলে ভয়াবহ এ বিষ্ফোরণে তিনজন নিহত হয়েছে। অতীতে যা হওয়ার হয়েছে, এখন থেকে বিল্ডিং কোড মানতে পৌরসভা কঠোর অবস্থানে থাকবে। তদারকী করতে পৌরসভার নক্সাকার বোরহান উদ্দিন ও সার্ভেয়ার আবুল কাশেমকে ডেকে নিয়ে দায়িত্ব দেন।
তিনি আরো বলেন, পৌরসভার অনুমোদিত প্লান অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কিনা তারা প্রতিদিন ২ ঘন্টা করে ওয়ার্ড ভিত্তিক সরেজমিন পরিদর্শনে বের হবেন। ভবন নির্মাণে বিল্ডি কোড মানা সহ কোন ধরনের ত্রæটি হচ্ছে কিনা এসব বিষয়ে কড়া নজরদারি রাখবেন। যথাযথ নিয়ম মেনে চলার ব্যবস্থা করা হবে। এর ব্যতিক্রম হলে ভবন নির্মাণ কাজ বন্ধ সহ মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।